
ছবি: সংগৃহীত।
ঢাকার ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে দম্পতি মোহাম্মদ মুঈদ (৪৫) ও তাঁর স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় তাদের বিছানার পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, মুঈদের মরদেহ ছিল অর্ধগলিত অবস্থায়, আর পাশে ছিল স্ত্রীর নিথর দেহ। পুলিশের প্রাথমিক ধারণা, মুঈদ চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন এবং রত্না দু-এক দিন আগে।
গত বৃহস্পতিবার বিকেলে গৃহকর্মী বাসায় যান। কলবেল বাজিয়ে কোনো সাড়া না পেয়ে ফিরে যান। শনিবার বিকেলে তিনি আবার আসেন এবং বাড়িওয়ালার সহায়তায় বাসায় ঢোকার চেষ্টা করেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দুটি উদ্ধার করে।
পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, 'বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
মুঈদের বড় ভাই মুগলী সানি জানান, ২০১০ সালে প্রেম করে বিয়ে করেন মুঈদ ও রত্না। তাঁদের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। সেই থেকে পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, ভাইয়ের মৃত্যুর পর হয়তো শোক সহ্য করতে না পেরে রত্নাও মারা গেছেন। তবে মৃত্যুর কারণ স্ট্রোক, বিষক্রিয়া কিংবা অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে—এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সায়মা ইসলাম