
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলাপাড়া থানা শাখার সভাপতি মোঃ আবদুল্লাহ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। কিছু অনিবার্য পারিবারিক সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় তিনি পদত্যাগ করেন। আজ রবিবার (২০ এপ্রিল) তিনি তার পদত্যাগপত্র পটুয়াখালী জেলা ছাত্র শিবির বরাবরে দিয়েছেন।
পদত্যাগপত্রে আবদুল্লাহ উল্লেখ করেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন আগের মতোই থাকবে ইনশা আল্লাহ। তবে দায়িত্ব পালনে অক্ষমতা সংগঠনের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই বোধ থেকেই আমি সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ তিনি আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংগঠন আরো গতিশীল ও ফলপ্রসূ ভূমিকা রাখবে দেশ ও জাতির কল্যাণে। ভবিষ্যতেও আমি সংগঠনের পাশে থাকার চেষ্টা করব অন্য যে কোনোভাবে।’
এ ব্যাপারে আবদুল্লাহর সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ থাকায় সম্ভব হয়ে ওঠেনি। তবে জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমির মোঃ আব্দুল কাইউম জানান, তার পারিবারিক সমস্যার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া ছাত্রত্ব শেষ হলে, বিয়ে কিংবা ব্যবসা করলেও দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।
আফরোজা