ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২২:৫৯, ২০ এপ্রিল ২০২৫

রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই

রাজশাহী নগরীতে রিক্সায় থাকা এক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে

রাজশাহী নগরীর ঘোড়ামারা এলাকায় রিক্সাযাত্রী ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১০টার দিকে প্রকাশ্যে থানা থেকে অন্তত ৪০০ গজ দূরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম দিলীপ কুমার প্রমানিক। তিনি রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।
দিলীপ কুমার জানান, আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরের কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রবিবার সেই টাকা নিয়ে রিক্সায় করে দোকানের দিকে রওনা দেন। এ সময় পথে টাকা ছিনতাই করা হয়। দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেকদিন ধরে তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান।
এদিকে ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

প্যানেল

×