
ছবি: জনকণ্ঠ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে আগুনে দগ্ধ হওয়া শিশু আরিসা (৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধ আরিসা রামনগর গ্রামের রাজমিস্ত্রি কলম আলীর মেয়ে। তিনি রবিবার রাতে আরিসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার রামনগর গ্রামে তাদের বাড়ীতে আগুন লেগে গেলে আরিসা ওই আগুনে দগ্ধ হয়। ঘরে আরিসা ও তার মা ঘুমিয়ে ছিলো। ঘরে আগুন লাগলে তার মা বেরিয়ে আসতে পারলেও আরিসা বেরুতে পারেনি। ওই দিন বিকাল ৪টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হয়েছিল।
আরিসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলো, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে মরদেহ গ্রামের বাড়ীতে ফিরিয়ে আনা হবে বলে তার বাবা জানান।
শহীদ