
নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা যায়, এক যুবককে রিকশায় শুইয়ে মারধর করা হচ্ছে এবং সেই মুহূর্ত ভিডিও করে শহরে ঘোরানো হচ্ছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায়। ভিডিওতে যে যুবককে মারধর করতে দেখা যায়, তিনি নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদর (২৫)। তার দাবি, “আমি ফায়ার সার্ভিস মোড় থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ পেছন থেকে মারধর শুরু করে নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের অনুসারী।”
ফয়সাল অভিযোগ করেন, তাকে রিকশায় শুইয়ে শহরের বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং বারবার ডিভাইডারের সঙ্গে ধাক্কা দিয়ে মারধর করা হয়। তার পকেট থেকে মানিব্যাগের টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। “আমি বারবার বলছিলাম, আমার অপরাধ কী? তারা বলছিল, তুই ছাত্রলীগ করিস—এটাই তোর অপরাধ,” বলেন ফয়সাল।
পরে একটি লিখিত মুচলেকা নিয়ে ছাত্রদল নেতারা ফয়সালকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের বলেন, “ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে মারছিল। আমি গিয়ে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিই। বিষয়টি আসলে ঠিক হয়নি।”
রাজু