
ছবি: সংগৃহীত।
কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছে একটি দল, যারা নিজেদের আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করলেও মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা দেখা গেছে।
রোববার (২০ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি স্থানে এই ঝটিকা মিছিল হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সরকারপ্রধান শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে চলমান মামলার প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায়।
বিতর্কিত মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান। তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, ১৫-২০ জন যুবক কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোনো একটি স্থানে মিছিল করছে। মুখে কালো কাপড় বাঁধা থাকায় মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সকালের দিকে এমন একটি মিছিল হওয়ার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”
এর আগেও জেলার বিভিন্ন উপজেলায় একই ধরনের ঝটিকা মিছিল ও স্লোগান প্রদর্শনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিরোধীদের দমন-পীড়নের অভিযোগের মধ্যে এই মিছিলগুলো নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও আওয়ামী লীগ এসব কর্মসূচির দায় আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে আসছে, ছাত্রলীগের নিষিদ্ধ শাখার নেতাদের সম্পৃক্ততা প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলে।
নুসরাত