ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাজারের খাস খাজনা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

শহিদুল ইসলাম , রাজবাড়ী

প্রকাশিত: ২১:৩৩, ২০ এপ্রিল ২০২৫

বাজারের খাস খাজনা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী সোনাপুর হাটে খাস আদায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দুইজন।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে তরমুজ বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাজারের খাস আদায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে রবিবার সকালে চরকুলটিয়া গ্রামের খবির মন্ডলের ছেলে আরজুল মন্ডল, কদমসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-রামদা, হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার পাইপ ও কাঠের বাটাম নিয়ে বেতবাড়ীয়া গ্রামের মৃত আইনউদ্দিন মোল্লার ছেলে শিমুল মোল্লা ও তার ভাই বাবুল মোল্লার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় শিমুল মোল্লা মাথা ও শরীরে গুরুতর জখম হন। তাকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বাবুল মোল্লাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিমুল মোল্লা জানান, শনিবার রাতে সাইদুল ইসলাম শাহীন হাটটি নিলামে বিক্রির ঘোষণা দেন। আমরা কয়েকটি সেকশন বাদ রেখে বিক্রি করার অনুরোধ জানাই, কিন্তু তিনি তা মানেননি। রবিবার অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করলে আমি প্রতিবাদ করি। তখনই তারা আমার ওপর হামলা করে।

তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তার কাছ থেকে স্মার্টফোন, নগদ টাকা, স্বর্ণের চেইন ও আংটিও ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ

×