
শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দুইটি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদীতে ৬ এপ্রিল থেকে ৩০টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে নড়িয়ার নদীর তীর রক্ষা বাঁধ ও ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয় বিএনপি’র একপক্ষ চায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক। এই পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব) এস এম ফয়সাল, ঢাকার কলাবাগান থানা মহিলা দলের সভাপতি শামীমা জামান। আর দলটির অন্য পক্ষের নেতৃত্বে বালু উত্তোলন করছে একটি চক্র। এ গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ওরফে রয়েল ও তার অনুসারীরা। এ নিয়ে বিবদমান দুইটি গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বপন মাঝি বলেন, নড়িয়ার মানুষ নদীভাঙনের কথা শুনলে আঁতকে ওঠেন।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, বালু উত্তোলন বন্ধের দাবিতে এক পক্ষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করার জন্য আমাদের একটি চিঠি দিয়েছে। আরেক পক্ষ ওই স্থানে ওই সময় বিক্ষোভ ডেকেছে, যা আমাদের জানানো হয়নি। দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি করলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দিলে কিছু সমস্যা হতে পারে। তাই আমরা এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেছি।
প্যানেল