ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ 

আল জুবায়ের, সিটি রিপোর্টার

প্রকাশিত: ১৬:৩৫, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৩৮, ২০ এপ্রিল ২০২৫

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ 

ছবি: জনকণ্ঠ

 

 

রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নয়া পল্টনের উদ্দেশ্যে যাত্রা করেন নেতা-কর্মীরা। এ সময় তারা ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই মরলো কেন বিচার চাই, প্রশাসন জবাব চাই, এসব বলে নানা স্লোগান দিতে থাকেন।
 


অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন বলেন, প্রতিটি ক্যাম্পাসে যারা এসব খুন, অরাজকতা সৃষ্টি করছে তারা দেশের শত্রু। তারা মানুষের, দেশের ভাল চায় না। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ করার দুঃসাহস না দেখায়।

ছুরিকাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এদিকে বনানী থানার ওসি রাসেল সারোয়ার গণমাধ্যমকে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়।
 

আবুবকর

সম্পর্কিত বিষয়:

×