
উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকাবাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর নিকটবর্তী একটি খালের ওপর নির্মিত সেত
সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকাবাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর নিকটবর্তী একটি খালের ওপর নির্মিত সেতুটি হেলে পড়েছে। সেতুর দুই পাশে সংযোগ সড়কে মাটি না থাকায় স্থানীয় বাসিন্দারা বাঁশের মাচাল তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
জানা গেছে, ২০০৬ সালে নির্মিত প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যরে এই সেতুটি ছিল আশপাশের দশ গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। কিন্তু বর্তমানে সেতুর পাটাতন ও রেলিং ভেঙে পড়েছে, সেতু একদিকে হেলে আছে। ফলে যান চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের জন্যও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা আরফান আলী বলেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক কয়েক বছর আগেই ভেঙে যাওয়ায় এখন বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।
উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, সেতুর বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এমনকি পাশেই থাকা কবরস্থানে মরদেহ নেওয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা বলেন, তিনি সাটুরিয়া উপজেলায় নতুন যোগদান করেছেন।