
ছবি: জনকণ্ঠ
উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।
শনিবার (১৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, চীন সরকারের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।
সভায় উপস্থিত চিকিৎসকরা হাসপাতালগুলোর চিকিৎসক ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইনের বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে ডিজি জানান, শিগগিরই আইনটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মো. বদরুল আমিনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
শহীদ