
জেলায় তীব্র চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্য বিভাগের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে। জেলার গরিব ও মধ্যবিত্ত পরিবারের শত শত মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। গুরুত্বপূর্ণ রোগের পর্যায়ে রোগীদেরকে ভিটাবাড়ি বিক্রি ও ধারদেনা করে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। জেলার স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী সদর উপজেলাসহ ৪টি উপজেলা ও ১০ শয্যার কৃত্তিপাশা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় ইউনিটে ৬৮৮ পদের মধ্যে ৪৬১ জন এবং ২২৭ শূন্য পদ রয়েছে। এদের মধ্যে জেলায় ১১৪ চিকিৎসক পদে মাত্র ২৬ জন জেলাজুড়ে কর্মরত রয়েছে। ৮৮ শূন্য পদ রয়েছে। ঝালকাঠির নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর জানিয়েছেন তিনি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন মহলে বিষয়টি অবহিত করেছেন। ঝালকাঠি জেলার চিকিৎসা বিভাগের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সদর হাসপাতালে ৪০ জন চিকিৎসকের পদের মধ্যে মাত্র ১০ জন কর্মরত রয়েছে। এদের মধ্যে ৪ জন চিকিৎসক রোটেশনে জরুরি বিভাগে কাজ করছে। সদর হাসপাতালে বহির্বিভাগে মাত্র ৬ জন চিকিৎসক হাজার হাজার রোগীকে সামাল দিতে হচ্ছে। এদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওয়ার্ডের বিভিন্ন ইউনিট ও অপারেশনে কাজ করতে হচ্ছে।
ঝালকাঠি সদর উপজেলায় ১৩ চিকিৎসকের মধ্যে ৫ জন কর্মরত রয়েছে, ৮টি পদই শূন্য রয়েছে। এই উপজেলায় চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের নার্স ও স্টাফ ১১৪টি পদের মধ্যে ৭৫ জন কর্মরত রয়েছে। শূন্য পদের সংখ্যা ৩৯। ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা হাসপাতালে ৪ জন চিকিৎসকের পদে ২ জন কর্মরত রয়েছে, ৩টি পদই শূন্য রয়েছে। এই হাসপাতালে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের নার্স ও স্টাফ নিয়ে ৪৪টি পদের মধ্যে ২৬ জন কর্মরত রয়েছে, শূন্য পদের সংখ্যা ১৮। ঝালকাঠির নলছিটি উপজেলা হাসপাতালে ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন কর্মরত রয়েছে, ২০টি পদই শূন্য রয়েছে। এই উপজেলায় চিকিৎসক, বিভিন্ন পর্যায়ের নার্স ও স্টাফসহ ১৮৯টি পদের মধ্যে ১৪৭ জন কর্মরত রয়েছে, শূন্য পদের সংখ্যা ৪২। ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসকের মধ্যে ১২ জন কর্মরত রয়েছে, ১৬টি পদই শূন্য রয়েছে। এই উপজেলায় চিকিৎসক, বিভিন্ন পর্যায়ের নার্স ও স্টাফসহ ১৭০ পদের মধ্যে ১০২ জন কর্মরত রয়েছে, শূন্য পদের সংখ্যা ৬৮।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হাসপাতালে ১৮ চিকিৎসকের মধ্যে ৬ জন কর্মরত রয়েছে, ১২টি পদই শূন্য রয়েছে। এই উপজেলায় চিকিৎসক, বিভিন্ন পর্যায়ের নার্স ও স্টাফসহ ১৪০টি পদের মধ্যে ৯২ জন কর্মরত রয়েছে, শূন্য পদের সংখ্যা ৪৮।
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে ৪ জন চিকিৎসকের মধ্যে ১ জন কর্মরত রয়েছে, ৩টি পদই শূন্য রয়েছে। এই সিভিল সার্জন কার্যালয়ে ৩১টি পদের মধ্যে ১৯ জন কর্মরত রয়েছে, শূন্য পদের সংখ্যা ১২।
প্যানেল