
ভোলার চরফ্যাসনের দিনমজুর মো. মাসুদ হত্যাকাণ্ডের প্রধান আসামী, আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চরফ্যাসনের দুলারহাট থানার হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা মো. মাসুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেয়ায় গত ৪ এপ্রিল মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা।
নিহতের ভাই রায়হান বাদী হয়ে দুলারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে আল আমিনকে প্রধান আসামী হিসেবে চিহ্নিত করে পুলিশ।
ঘটনার পর থেকেই আল আমিন পলাতক ছিলেন। অবশেষে ডিএমপি পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে আল আমিনকে ভোলায় আনা হয় এবং দুপুরেই তাকে আদালতে সোপর্দ করা হয়।
মাসুদ হত্যা মামলায় এর আগে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জন আসামীকে আলামতসহ গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠায়।
এসএফ