ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতে মুসলিম নির্যাতন ও গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ 

প্রকাশিত: ২০:১৪, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১৪, ১৯ এপ্রিল ২০২৫

ভারতে মুসলিম নির্যাতন ও গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

ছবি: জনকণ্ঠ

 

 

ভারতে মুসলিম নির্যাতন ও গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ওলামায়ে কেরাম। 

শনিবার বিকেলে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। 

এ সময় শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনসাধারণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

সমাবেশে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবীবুর রহমানের সভাপতিত্বে ও শিবগঞ্জ কাঁচা বাজার জামে মসজিদের ইমাম আবদুর রউফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আবদুর রউফ ও উপজেলা মডেল মসজিদের ইমাম উমর ফারুকসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, গুজরাটের কসাই মোদী একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে। উচ্ছেদ করছে তাদের জন্মস্থান থেকে। সর্বশেষ ওয়াকফ বিল পাস করে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করছে। এর প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে। এর পরিণতি ভারতকে ভোগ করতে হবে। 

বক্তারা আরও বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মোকাবিলা করুন। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চয় পরাজিত হবে। 

পরে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। 

আবুবকর

×