ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মঠবাড়িয়ায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা, মঠবাড়িয়া পিরোজপুর

প্রকাশিত: ২০:০৯, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:০৯, ১৯ এপ্রিল ২০২৫

মঠবাড়িয়ায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

মঠবাড়িয়া : পৌর শহরের খাল দখল উচ্ছেদ অভিযান

মঠবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট ৮০ ভিটি আবাসিক এলাকার বেদখল হয়ে যাওয়া খালটির দখলমুক্ত উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও খালটির প্রবাহ নিশ্চিতকরণে  শনিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার দাঁড়িয়ে থেকে এ দখলমুক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯৪০-৪২ সালের এসএ নকশায় খালটি ১৩ থেকে ১৫ ফিট পর্যন্ত চওড়া রয়েছে। দীর্ঘদিন ধরে এ আবাসিক এলাকার খালের পাড়ের জমির মালিকগণ আস্তে আস্তে করে খালটি দখল করে নিয়ে  কেউ কেউ স্থায়ী ভবন নির্মাণ করেছেন। ফলে খালটি সরু ড্রেনে পরিণত হয়েছে। খালটিতে পানির প্রবাহ না থাকায় পৌর শহরের বেশ কিছু পুকুরের পানির উৎস হারিয়ে গেছে। পুকুরগুলো নর্দমায় পরিণত হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম জানান, বেদখল হয়ে যাওয়া খাল দখলমুক্ত করে পুনঃখনন করে পূর্বের ন্যায় ফিরিয়ে আনা ও পরিবেশ সংক্ষরণের জন্য আমাদের উচ্ছেদ অভিযান শুরু।

বিএনপি নেতা হত্যার
বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ ‘আমার বাবার কী অপরাধ ছিল?’ কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন করছিল জসিম উদ্দিনের ছোট ছেলে। স্থানীয় রাজনীতির বলি হয়ে বিএনপির গ্রুপিংয়ের সংঘর্ষে প্রাণ হারানো এই নেতার হত্যাকাণ্ডে এখন উত্তাল রায়পুর।  শনিবার সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট সড়কে স্থানীয়রা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। নিহতের পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের সরব উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

প্যানেল

×