
ছবিঃ সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, দেশে নৈরাজ্য এবং শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় ডেমরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শুরু হয়ে ডেমরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। বিভিন্ন গণমাধ্যমের সহায়তায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে 'মিডিয়া ট্রায়াল' পরিচালনা করেছে। এতে জনগণের মধ্যে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের আচরণ শুধু রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়, বরং তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বড় ধরনের হুমকি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বর্তমানেও একই কৌশলে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিছিলে আরও বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যা, গুম ও রাজনৈতিক নির্যাতনের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও ছাত্র আন্দোলনে গুলি চালানোর দায়ে তাকে ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হুমকির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, এবং এসব অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।
এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। এই কর্মসূচিতে ডেমরা থানা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও তাঁতী দলসহ ৬৬-৭০ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মারিয়া