
ছবি: জনকণ্ঠ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের লেদা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২৪ এর মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী সায়রা খাতুন (২৩) ও নুরুল আলম স্ত্রী মুবিনা (২৫)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার মুজাফরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী তল্লাশি করে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে (চট্টগ্রাম-জ-১১-০১৮৪) মিনি বাস থামিয়ে তল্লাশি চালায়। এসময় বাসের চালকের পিছনের যাত্রী সীটের পাশাপাশি বসা অবস্থায় দুই নারী যাত্রীর দেহ ও ব্যাগে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তল্লাশিতে সারা খাতুনের ডান হাতে থাকা পার্স ব্যাগ থেকে ১৭০০ পিস ইয়াবা এবং মুবিনার কাঁধে ঝুলানো ব্যাগ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বলেন, “গ্রেফতারকৃত দুইজন রোহিঙ্গা নারী। তারা পারস্পরিক যোগসাজশে ইয়াবাগুলো বহন করছিল। তারা বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন ও সংরক্ষণ করছিল।”
ঘটনার সময় উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, সিপাহী শেখ আহম্মদ ফারুকসহ রেইডিং টিমের অন্যান্য সদস্য এবং বাসের সুপারভাইজার, হেলপার।
আসামীদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শহীদ