ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতীয় মদসহ গ্রেপ্তার দুই

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:২৬, ১৯ এপ্রিল ২০২৫

ভারতীয় মদসহ গ্রেপ্তার দুই

ছবি: সংগৃহীত

মনতলা থেকে যাত্রী বেশে অটো রিক্সা (সিএনজি) যুগে ২৬ বোতল ভারতীয় মদ নরসিংদী পাচারের সময় মাধবপুর আসার পথে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হালুয়াপাড়া আওয়াইল্লা ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে উপজেলার চৈতন্যপুর গ্রামের মো: আব্দুল খালেকের ছেলে মো: তানভীর (২০), নরসিংদী জেলার বীরগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো: জিহাদ (১৯)কে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসিফ

×