
ছবি: জনকণ্ঠ
মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার মামলায় বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়াকে( ৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে উপজেলার পুরাইকলা গ্রামে অভিযান করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাচ্চু মিয়া পুরাইকলা গ্রামের মূতঃ মিয়া ধনের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, গ্রেপ্তার বাচ্চু মিয়াকে জুলাই আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতা ও নাশকতার সাথে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে মাধবপুর থানার নাশকতা, ভাংচুরের মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে নেওয়া হলে আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
শহীদ