
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয়েছে ৬ মাসের এক শিশু। শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৬ তলায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরা এক নারী শিশুটিকে কোলে করে হাসপাতাল থেকে বের হয়ে দ্রুত ইজিবাইকে চড়ে সটকে পড়েছে।
শিশু আব্দুর রহমানের পরিবার জানায়, হাসপাতালে তার বড় বোন জামিলাকে ভর্তি করা হয়েছিল অসুস্থতার কারণে। সে সময় মা সুমি আক্তার বড় মেয়েকে খাওয়াচ্ছিলেন। হঠাৎ গোলাপি রঙের বোরকাপরা এক নারী ৬ মাসের রহমানকে কোলে নিয়ে ‘আদর করার’ কথা বলে বাইরে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে চুরি হয়ে যায়।
ঘটনার পরপরই স্বজনরা হাসপাতাল ও আশপাশে খোঁজ করতে থাকেন। না পেয়ে পুলিশে খবর দিলে মাদারীপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় নিরাপত্তার ঘাটতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। শিশুটির মা সুমি আক্তার বলেন, “আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতেই পারিনি। চোখের পলকেই আমার সন্তান হারিয়ে গেল। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই।”
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, “হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। চক্রে জড়িতদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনা নিয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন। চুরি হওয়া আব্দুর রহমানের বাবা সুমন মুন্সি মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা।
এসএফ