ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বোয়ালমারীতে ফসলি জমি ও নদীর পাড় কেটে বিক্রি

নিজস্ব সংবাদদাতা,বোয়ালমারী,ফরিদপুর 

প্রকাশিত: ১৮:০১, ১৯ এপ্রিল ২০২৫

বোয়ালমারীতে ফসলি জমি ও নদীর পাড় কেটে বিক্রি

ছবি: জনকণ্ঠ

 


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমি ও নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে প্রকাশ্যে বাণিজ্য করার অভিযোগ উঠেছে হারুন মোল্লা নামের এক নামসর্বস্ব নিউজ পোর্টালের সাংবাদিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

উপজেলার পরমেশ্বরদী, শেখর, রূপাপাত ও চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি এবং কুমার নদীর পাড় থেকে মাটি কেটে তা বিক্রি করছেন হাসামদিয়া গ্রামের বাসিন্দা হারুন মোল্লা ও তার সহযোগীরা।

অভিযোগ উঠেছে, মাটি বিক্রেতা হারুন নিজেকে সাংবাদিক পরিচয়ে জাহির করতে নামসর্বস্ব অনুমোদন হীন একটি নিউজ পোর্টালের পরিচয়পত্র ব্যবহার করছেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্নভাবে উল্টো হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী মাঠে আলেক শরীফের ফসলি জমি ও পুকুর থেকে গত কয়েকদিন ধরে রাত-দিন মাটি কেটে নিচ্ছেন হারুন ও তার সহযোগী রাসেল। রাতের আঁধারে চলা এই অবৈধ কার্যক্রমে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়ালেখায় প্রভাব পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে হারুন মোল্লা ও তার চক্র দিনের পর দিন ফসলি জমি গিলে খাচ্ছে। 


সহস্রাইল গ্রামের বাসিন্দা রাসেল বলেন, ইটভাটা ও ভরাটের কাজে মাটি বিক্রি করছি। তেলজুড়ী খাল থেকে মাটি কেটে ভেকু ও ট্রলির চলার রাস্তা তৈরি করেছি।

 এ ব্যাপারে হারুন মোল্লার কাছে মোবাইলে বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। 

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, ফসলি জমির মাটি কোনোভাবেই কাটা যাবে না। মাটি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। 


 

আবুবকর

×