
ছবি: জনকণ্ঠ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক সহ আটক তিন জন ভারতীয়কে জেল-হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজিবি’র অভিযানে আটক তিন জন ভারতীয় মাদক চোরাকারবারিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছিল।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৮৪/২-এস সীমান্ত পিলার হতে মাত্র ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রীরচর এলাকায় নায়েক মো. শাহজালালের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় বাংলাদেশী নাগরিক মো. ময়েজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. নিজাম মণ্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাকারবারি মো. জুয়েল মণ্ডল (২৫), মো. রাকিবুল মণ্ডল (৩৫) ও মো. বাপন মণ্ডল (৩২) কে ৬৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
অভিযানের খবর পেয়ে ঘটনার সাথে জড়িত বাংলাদেশী নাগরিক মো. নিজাম মণ্ডল (৪৫) ও তার ছেলে মো. শরিফ মণ্ডল (২৫) পালিয়ে যায় বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়। আটক ভারতীয় মাদক চোরাকারবারিরা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিজাম উদ্দিন মণ্ডল, শাহাদ আলী মণ্ডল ও কালাচাঁদ মণ্ডলের ছেলে।
পরে শুক্রবার সন্ধ্যায় আটক ভারতীয় চোরাকারবারিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
ভারতীয় চোরাকারবারি আটক ও মামলার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, তিন জন ভারতীয় মাদক চোরাকারবারিকে শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা দায়ের করা হলে শনিবার তিন জনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
আবুবকর