
ছবি: জনকণ্ঠ
‘‘যদি আপনারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কারো প্রভাবে অসহায় হয়ে যান, তাহলে জাতি অসহায় হয়ে যাবে। আপনাদের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করতে চায় তাহলে আমি সহ আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারাই অন্যায় করবে তাদেরকে আইনের মাধ্যমে শক্ত হাতে দমন করতে হবে।”
ঢাকার দোহার উপজেলায় শনিবার (১৯ এপ্রিল) দুপরে জয়পাড়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, আমাদের দলের নেতাকর্মীরা কখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করবেন না। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক আলোচনা না করার জন্য সবাইকে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পাড়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মালিকান্দা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকিব ফারুকী, পদ্মা সরকারি কলেজের এমারত হোসেন ইমরান, কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রথীন্দ্রনাথ দত্ত এবং বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিদ্দিকুর রহমান, জয়পাড়া কলেজের সহকারী অধ্যাপক নাসরিন খানম, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস মিয়া, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবতোষ সাহা, মালিকান্দা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পদ্মা সরকারি কলেজের প্রভাষক তারেক রাজীব, প্রভাষক সেলিম হোসেনসহ আরও অনেকে।
আবুবকর