
ছবি: জনকণ্ঠ
মাদারীপুরের কালকিনি উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের, দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সৈয়দ আবুল হোসেন কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মাদারীপুর-৩ আসনের নেতা মো. আনিসুর রহমান তালুকদার খোকন।
বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস সিকদার, জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক আইনজীবী জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মালেকুজ্জামান মালেক ও বীর মুক্তিযোদ্ধা মো. সাইদ সরদার প্রমুখ।
সুরাইয়া