ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নাটোরে শয়ন কক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালিদাস রায়, নাটোর

প্রকাশিত: ১৫:৪০, ১৯ এপ্রিল ২০২৫

নাটোরে শয়ন কক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শয়ন কক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি শয়ন কক্ষ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন একই গ্রামের মৃত আব্দুলের জলিলের ছেলে। তিনি নটাবাড়িয়া ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। 

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে আয়নালের বাড়ি থেকে গন্ধ বের হলে স্থানীয়রা তার বাড়িতে যায়। সেখানে দরজা খোলা অবস্থায় ঘরের মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান ও স্ত্রী শ^শুর বাড়িতে থাকেন। তিনি বনপাড়া বাইপাস বাসস্ট্যান্ডে একটি পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

বড়াইগ্রাম থানা পুলিশের উপ পরিদর্শক আব্দুল জব্বার জানান, বাড়ির ফটক ও ঘরের দরজা খোলা ছিল। মরদেহে পচন ধরে গন্ধ বের হচ্ছিল। 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিদাস রায়

ফারুক

×