ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৫:৩৩, ১৯ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে মোসলেম প্রামাণিক (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত মোসলেম প্রামাণিক দৌলতদিয়ার ইদ্রিসপাড়া গ্রামের মৃত হায়দার প্রামাণিকের ছেলে।

শনিবার সকাল ৯টার দিকে সাহজুদ্দিন বেপারী পাড়া এলাকার পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে মোসলেম প্রামাণিক একটি ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে পদ্মা নদীতে যান। রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

দৌলতদিয়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএফ

×