
বিয়ের মাত্র চার মাসের মাথায়, গৃহবধূ মাফিয়া বেগমকে (১৭) গলা টিপে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মেহেদী হাসানসহ আসামিদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় শনিবার বেলা ১১টায় মানববন্ধন বিক্ষোভ করা হয়েছে।
মাফিয়ার বাবা- মাসহ পরিবারের লোকজন এবং স্থানীয় মানুষ এ মানববন্ধন বিক্ষোভ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তব্য রাখেন মাফিয়ার ভাই বনি আমিন, তিনি দাবি করেন তার বোন মাফিয়া কে গলা টিপে হত্যা করা হয়েছে। পরে হাসপাতালে মৃতদেহ রেখে মেহেদী হাসান পালিয়ে যায়। প্রথম দফায় মহিপুর থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করেন। এখন আসামি ধরতে তাদের কোনো পদক্ষেপ নাই।
গত ২০ মার্চ রাতে কুয়াকাটা পৌর এলাকার পাঞ্জিপাড়া গ্রামে, স্বামীর বাসায় মাফিয়ার রহস্যজনকভাবে মৃত্যু হয়। মাফিয়ার পরিবার বলছে বেধড়ক মারধর শেষে গলা টিপে হত্যা করা হয় মাফিয়াকে।
এটিকে পরিকল্পিত হত্যা দাবি করলেও মেহেদীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হয়েছে।
এ ঘটনায় মাফিয়ার মা হাফিজা বেগম, ১ এপ্রিল মহিপুর থানায় একটি মামলা করেছেন। হাফিজা বেগম জানান, ঘটনার ২৮দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তারা এ নিয়ে হতাশা প্রকাশ করে এর সুষ্ঠু বিচার চেয়েছেন।
মামলার তদন্ত অফিসার এসআই আবু হানিফ জানান, ‘ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে।’
মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, ‘আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
মাননু/ সুরাইয়া