
ছবি: জনকণ্ঠ
নোয়াখালীর হাতিয়ায়, ১৫ মামলার আসামি, মাদক সম্রাট মারজানকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড, চরকৈলাশ এলাকার, হোটেল সৈকতের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: মারজান (৫০) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের, ৮নং ওয়ার্ড, পূর্ব লক্ষিদিয়া গ্রামের, মৃত হেজু মাঝির ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে এবং সে একাধিকবার জেলও খেটেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, এসআই মিনহাজুল আবেদিন, হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে মারজানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক সম্রাট খ্যাত মারজান, দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি), একেএম আজমল হুদা বলেন, ‘মারজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
ইসমাইল/ সুরাইয়া