ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বালু উত্তোলন বন্ধ ও নদী দূষণ রোধে ম্যাগনা সুইম প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী।

প্রকাশিত: ১১:৩২, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৩৩, ১৯ এপ্রিল ২০২৫

বালু উত্তোলন বন্ধ ও নদী দূষণ রোধে ম্যাগনা সুইম প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেঘনায অবৈধ বালু উত্তোলন বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এবং নদী দূষণ রোধে "Stop River Pollution, Save Lives" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়পুরায় "Raipura Meghna Swim 2025" নামক এক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) উপজেলা প্রশাসন রায়পুরার উদ্যোগে  রায়পুরা রানার্স কমিউনিটির সহযোগিতায় দিনব্যাপী এ সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক আহমেদ, রাযপুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুণ অর রশিদ, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত  তুলে ধরেন রায়পুরা রানার্স কমিউনিটির ফাউন্ডার সবুজ সিকদার। তিনি জানান, প্রতিযোগিতায ৩টি ক্যাটাগরিতে দেশি-বিদেশি মোট ৫৫ জন সাতারু অংশগ্রহন করবে। ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ২২ জন, ২ মিটারে ২৭ জন এবং ৭৫০ মিটারে ৭ জনসহ মোট ৫৫ জন প্রতিযোগি অংশগ্রহন করবে। আয়োজক কমিটির কিছু বাধ্যবাদকতা থাকলেও প্রতিযোগিদের সকল প্রকার সুযোগ-সুবিদা দেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়াও সাতারুদের নিরাপত্তায় ৪৫ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। শুধু তাই নয় এই সকল স্বেচ্ছাসেবীর জন্য ১০ টি নৌকা বরাদ্ধ ছিল।

তিনি বলেন সকাল সাড়ে ৯টা থেকে প্রতিযোগিরা রেজিষ্ট্রেশন শুরু করবে৷ অফিসিয়ালি সাতার প্রতিযোগিতা চলবে। এরপর প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রায়পুরায় সচেতনতা বৃদ্ধিতে ও নদী দূষণ রোধে  রায়পুরা মেঘনা সুইম অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটিকে যথাযথভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। তাছাড়া এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে উপজেলা তিনটি সাংবাদিক সংগঠনই থাকছে। সে হিসেবে আপনারও এই অনুষ্ঠানের অংশীদার। অনুষ্ঠানটির বিষয়ে প্রচার করে আবারো আপনাদেরকে সচেতনতা গড়ে তোলার জন্য অনুরোধ করছি।

×