
ছবি : সংগৃহীত
একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ফিলিস্তিনি শিক্ষার্থী খালিদ মর্মস্পর্শী কথায় তার দেশের বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বলেন, "গাজার মানুষ গাজা থেকে বের হবে না, এইটা আমাদের ল্যান্ড "
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী খালিদ তার পরিবার ও জনগণের সেবাকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। "ইনশাআল্লাহ, ৫ বছর, ১০ বছর—যত দিনই লাগুক না কেন, আমি আমার আহত, যুদ্ধবিধ্বস্ত মানুষদের পাশে থাকব," বলেন তিনি। গাজায় চলমান সংঘাতের ভয়াবহতার কথা বলতে গিয়ে তার কণ্ঠে বেদনা ফুটে উঠলেও তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
তিনি বলেন, "আমরা দুটি উপায়ে আমাদের জমিকে সিক্ত করি: সাধারণ জল দিয়ে, যা গাছপালা বেড়ে উঠতে সাহায্য করে, আর রক্ত দিয়ে, যা আমাদের ভূমিকে রক্ষা করে।", "আমি গাজার সন্তান, ফিলিস্তিনের পুত্র। যত কষ্টই আসুক না কেন, আল্লাহর রহমতে আমরা শেষ পর্যন্ত এর প্রতিদান পাব। আমাদের দুর্ভোগই প্রমাণ করে আমরা কতটা সম্মানিত।"
খালিদের এই কথাগুলো ফিলিস্তিনি জনগণের অদম্য সংগ্রাম, ত্যাগ ও আশার প্রতীক হয়ে উঠেছে। তার ভাষ্য শুনে বোঝা যায়, কীভাবে একটি যুদ্ধবিধ্বস্ত জাতি প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখে।
সূত্র:https://youtu.be/uOOgGVYFlHQ?si=ZMncf-HiXt4MRLPQ
আঁখি