
ছবিঃ সংগৃহীত
অস্থিরতা কমছে না চালের বাজারে। দফায় দফায় বেড়ে ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে এই নিত্যপণ্যের বাজার৷ মাসের ব্যবধানে এই মোটা চালের দাম কেজিতে বেড়েছে ৫-৬ টাকা। আর চিকন চালে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। হাত বদলের সব স্তরে দাম বাড়ছে। মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটে দাম বাড়ছে এমন অভিমত পাইকারী ব্যবসায়ীদের। এদিকে ক্রেতাদের অভিযোগ প্রশাসনের জোর তদারকি না থাকায় দাম অসহনীয় হয়ে উঠছে।
সবচেয়ে কম দামি এক কেজি মোটা চাল কিনতেও এখন গুনতে হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। ৬৫ থেকে ৭০ টাকার নিচে চলছে না মাঝারি মানের চাল। সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেটের। কয়েক সপ্তাহ আগে ৭০-৭৫ টাকার মিনিকেটের জন্য এখন দিতে হবে ৮৫ থেকে ৯০ টাকা। চালের দর নিয়ন্ত্রণে প্রশাসনের জোর তদারকির দাবি ক্রেতাদের। প্রতি বছর মৌসুমের শেষ সময়ে ধানের সংকটের জন্য দাম কিছুটা বাড়লেও এতোটা অস্বাভাবিক দাম বৃদ্ধির নজির নেই। এমন অভিমত খুচরা বিক্রেতাদের। বিক্রেতাদের সব স্তরেই হাতবদলে দাম বাড়ছে।
বাজারে সরবরাহের কোনো সংকট নেই। পাইকারী বিক্রেতাদের অভিযোগ মৌসুমের শেষ পর্যায়ে এসে পুরো মজুদ এখন গুটিকয়েক কোম্পানির হাতে। তাদের কারসাজিতেই বাজার অস্থির হচ্ছে।
বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে গত মঙ্গলবার। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারে পুরোপুরি আসতে শুরু করবে নতুন মৌসুমের চাল।
সূত্র: https://www.facebook.com/watch/?v=1367146274436464&rdid=h3rFIhdXgGB0BTae
মুমু