
ছবি : সংগৃহীত
কুমিল্লার দৌলতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শনকালে কবি নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী একে "জাতীয় কবির প্রেমময় স্মৃতির ধন্য ভূমি" আখ্যা দেন। তিনি বলেন, "এই মাটিতেই নজরুলের প্রেম, বিয়ে, পরিচয় এবং অসংখ্য কালজয়ী কবিতা ও গানের জন্ম হয়েছে। আজ আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, এই মাটি নজরুলের পদচিহ্নে ধন্য, এ ভাবনা আমাকে গভীরভাবে পুলকিত করেছে।"
তবে এ স্থানের বর্তমান অবহেলিত অবস্থা তাকে মর্মাহত করেছে। শিবলী বলেন, "একজন জাতীয় কবির স্মৃতিধন্য স্থান এতটা জরাজীর্ণ ও উপেক্ষিত দেখে আমি ব্যথিত। বিশ্বজুড়ে মহান কবি ও ব্যক্তিত্বদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে ব্যাপক প্রচেষ্টা দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত দৌলতপুরের এই ঐতিহাসিক স্থানটি সেই মর্যাদা পায়নি।" তিনি উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় নজরুল এখান থেকেই গ্রেপ্তার হয়েছিলেন, যা এ স্থানের ঐতিহাসিক গুরুত্ব আরও বৃদ্ধি করে।
তিনি এ স্থান সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করে বলেন, "আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে নজরুলের স্মৃতিধন্য এই স্থানটি সংরক্ষণ ও কবি-কেন্দ্রিক পর্যটন স্থানে রূপান্তরিত হয়।" এ বিষয়ে তিনি নজরুলপ্রেমী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকির সঙ্গেও কথা বলবেন বলে জানান।
শিবলীর এই পরিদর্শন ও উদ্যোগ স্থানীয়ভাবে নজরুলের স্মৃতি রক্ষায় নতুন আশার সঞ্চার করেছে।
সূত্র:https://youtu.be/4rIDz7xduqA?si=p06B_6gTaOI60uSO
আঁখি