
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরি ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করে জব্দ করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রূপার তৈরি গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার পর গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানান, গোপনে খবর পাওয়া যায় যে, চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে রূপার গয়না পাচারের চেষ্টা করছে। এ খবর পেয়ে তারই দিক নির্দেশনা ও পরিকল্পনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী ও সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ নিকটবর্তী মুন্সীপুর সর্দার পাড়ায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে, বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগটি জব্দের পর তাতে তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে, সেখান থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতে তৈরি রূপার গয়না পাওয়া যায়। জব্দ করা গয়নার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।
এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেছে এবং জব্দ করা রূপার গয়নাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
সজিব