ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে নামমাত্র ইজারা মূল্যের গরু-ছাগলের হাট পেয়ে খুশি ক্রেতা-বিক্রেতা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোণা

প্রকাশিত: ০১:১৯, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:১৯, ১৯ এপ্রিল ২০২৫

দুর্গাপুরে নামমাত্র ইজারা মূল্যের গরু-ছাগলের হাট পেয়ে খুশি ক্রেতা-বিক্রেতা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩টি বিশাল গরু-ছাগলের হাটে নামমাত্র ইজারামুল্য নিয়ে গরু-ছাগল বিক্রির ব্যবস্থা করে দিলেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষের কথা ভেবে এ ব্যবস্থা করেছেন তিনি।

এ নিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার শিবগঞ্জ, কুমুদগঞ্জ ও ঝাঞ্জাইল এলাকায় রয়েছে বিশাল গরু- ছাগলের হাট। উপজেলার ০৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন গ্রাম থেকে গরু-ছাগল নিয়ে ওই হাটগুলোতে বেচা-কেনা করতে যান প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষ। সরকারি ইজারামুল্যে শতকরা ৬ টাকা ইজারা মূল্য নেয়ার নির্দেশনা রয়েছে। সে মোতাবেক ১লক্ষ টাকার গরু বিক্রিতে ৬ হাজার টাকার নেয়ার কথা। চলতি বৈশাখ মাস থেকে সরকারি নির্দেশনা থাকলেও প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষের কথা ভেবে মাত্র ২৫০/- টাকা নেয়ার নির্দেশনা দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া ওই হাটগুলোতে সাধারণ মানুষকে সেবা দেয়ার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

গরু বিক্রি করতে আসা কৃষক শহিদুল মিয়া জানান, আমি আর কিতা কইতাম, নদীর ব্রিজ দিয়া গরু লইয়া আইলাম টেহা লাগলো না, ৮৪ হাজার টেহায় গরু বেচলাম নিলো মাত্র ২৫০/- টেহা, ফকফহা রসিদ হাইলাম। কি তেলেসমাতি দেহাইলো ব্যারিস্টার কায়সার বেডা, দোয়া করি হেইলা বাইচ্চা থাউক।   

শেরপুর থেকে আসা গরুর মহাজন সাদ্দাম হোসেন বলেন, বিগত সরকারের আমলে গরু কিনে গাড়ি ভরার পরও আলাদা চাঁদা দেয়া লাগতো। হাটের রশিদে লিখার বাইরেও দেয়া লাগতো আলাদা টাকা। এখন  ১ লক্ষ টাকার গরু মাত্র ২৫০/- ইজারামুল্য দিয়ে ক্রয় করতে পারলাম। এখন দিতে হয়না কোনা আলাদা চাঁদা। এসব কিছুর জন্য ধন্যবাদ জানাই বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেবকে।

সুনামগঞ্জ থেকে আসা জসিম উদ্দিন ব্যাপারি বলেন, আমি দেশের বিভিন্ন এলাকা থেকে গরু কিনে ঢাকায় চালান করি। এখানের পরিবেশ ও স্বচ্ছতা দেখে সত্যি ভালো লাগে। চলতি বৈশাখ থেকে গরু ২৫০/- এবং ছাগল ১০০/- টাকা ইজারামুল্য দিয়ে ক্রয় করলাম। এখানে নেই কোন চাঁদাবাজি, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করছেন অনেকেই। এসব ব্যবস্থা করে দেয়ার জন্য ব্যারিস্টার কায়সার কামাল সাহেবকে ধন্যবাদ জানাই।

উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ওনার নির্দেশে দলীয় ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। 

বাজার পরিদর্শন কালে পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক রিয়াজুল করীম, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. কাইয়ুম, যুবদল নেতা খান সুমন, মো. সাহালম, ছাত্রদল নেতা সানি ঢালীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সজিব

×