ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সোনারগাঁয়ে চাচা-ভাতিজার নিয়ন্ত্রণে ভূমি অফিস, বিরুদ্ধে কথা বললেই গ্রাহকদের উপর হামলা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ০০:৩৪, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৩৫, ১৯ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে চাচা-ভাতিজার নিয়ন্ত্রণে ভূমি অফিস, বিরুদ্ধে কথা বললেই গ্রাহকদের উপর হামলা

ছবিঃ সংগৃহীত

সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে চাচা-ভাতিজার স্বেচ্ছাচারীতায় অনিয়ম-দূর্নীতি ও গ্রাহকদের মারধরের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে স্থানীয় ইমরান হোসেন (৩৪) নামের এক সেবা গ্রহীতা নামজারিতে এতো ভুল কেনো জানতে গেলেই নায়েব আনোয়ার হোসেন ও তার আপন ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের অতর্কিত হামলা চালায় সেবা গ্রহীতার উপর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নায়েবের নেতৃত্বে তার ভাতিজা জুবায়ের কথার এক পর্যায়ে তার চেয়ার থেকে উঠে এসে সেবাগ্রহীতার উপর অতর্কিত হামলা করেন। পরে ভূমি অফিসে থাকা আরও কয়েকজন কর্মকর্তা রাগান্বিত ভাষায় কথা বলে ভুক্তভোগী সেবা গ্রহীতাকে অফিস থেকে বের করে দেন ৷

জানা গেছে, নায়েব আনোয়ার হোসেন তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসের অপরাধের আখড়া তৈরি করেছেন৷ চাচা নায়েব হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তার একছত্র আধিপত্য বিস্তারের জন্যই নিয়ম বহির্ভূতভাবে তার আপন ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে কাজে যোগদান করান। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই সে ব্যক্তি নির্যাতনের শিকার হয়। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে নামজারিসহ নানা ধরনের কাজ ৷ যেনো অনিয়ম-দুর্নীতির পসরা সাজিয়ে বসেছে এ দুই চাচা-ভাতিজা।

ভুক্তভোগী ইমরান হোসেনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নামজারির একটি আবেদন করলে কম্পিউটার অপারেটর তার স্বেচ্ছাচারিতায় আমাদের ৯ জন সদস্যের আলাদা ঠিকানা থাকা সত্ত্বেও তিনি একই ঠিকানায় লিপিবদ্ধ করেন। এমন ভুল নামজারি সম্পর্কে অবগত ও কেনো এমন একটি ভুল করেছে জানতে চাইলে কথা বলার এক পর্যায়ে নায়েব আনোয়ার হোসেনের নেতৃত্বে ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের অতর্কিত হামলা চালায়। একই সাথে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের  হুমকিও প্রদান করেন ৷

অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী (নায়েব) আনোয়ার হোসেন বলেন, সম্পর্কে আমরা চাচা-ভাতিজা। আমরা দুজনই এক অফিসে কাজ করি ৷ ইমরান নামের এক ব্যক্তি নামজারির একটি কাগজ নিয়েই অফিসে ঢুকে উচ্চস্বরে কথা বলে। এতে তার ভাতিজা ক্ষিপ্ত হয়। বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও বলে জানান তিনি ৷

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমরান

×