
গোপালগঞ্জের কাশিয়ানীতে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ইয়াসিন সরদার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন সরদার কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের সাবেক পদ্মবিলা গ্রামের আদর্শ গ্রামের সেলিম সরদারের ছেলে।
গত ১৪ (এপ্রিল) সোমবার মাগরিবের আজানের আগে নিজ বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আগুনের ঘটনা শুনে স্থানীয়রা দৌড়ে এসে গুরুতর আহত ইয়াসিন সরদার কে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকাল ৩ঃ৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে নিহত ইয়াসিনের মা জেসমিন বেগম জানান আমার ছেলে গত এক মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। সে প্রায়ই পাগলামি করত। গত সমবার সাদা কাগজে
তার স্ত্রী ডালিয়া বেগম কে তালাকের কথা জানায়। তালাকের খবর শুনে ক্ষুব্ধ হয়ে ডালিয়া বাপের বাড়ি চলে যায়। পরের দিন আমার ছেলে স্ত্রীর সাথে অভিমান করে নিজ বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এতে সে মারাত্মকভাবে পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে গ্রাম বাসী আমার ছেলেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেয়। দায়িত্বরত চিকিৎসক আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩.৩০ মিনিটের সময় মৃত্যু বরন করেন। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত ইয়াসিনের মা জেসমিন বেগম এখন পাগল প্রায়।
মৃত্যু কালে সে এক ছেলে আফিফ সরদার (১০) মাস, ও মেয়ে ঈশামনি ৬ বছর রেখে গেছেন।
নিহত ইয়াসিন সরদারের স্ত্রী ডালিয়া (২৫) জানান আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয় গত ১৩ তারিখে। সে নিজ হাতে আমার হাতে তালাকের কাগজ দিলে আমি অনেক কান্নাকাটি করি এবং বাপের বাড়ি চলে যাই। এর পরের দিন লোক মারফত গায়ে আগুন দেওয়ার কথা জানতে পেরে ছুটে আসি।
রিফাত