
ময়মনসিংহ জেলা একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা হতে অপহৃত নাবালিকা এক কিশোরীকে মুক্তাগাছা উপজেলা হতে যৌথবাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে।
জেলার ঐ গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা হতে অপহৃত নাবালিকা সুমাইয়া আক্তার কুসুমকে (১৫) জেলা এনএসআই, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে মানকোন ইউনিয়নের নগধারালিয়া এলাকা হতে উদ্ধার করে।
পরে শুক্রবার দুপুরে তাকে মুক্তাগাছা হস্তান্তর করে।
উল্লেখ্য গত ১১ এপ্রিল সাদেক খান রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর হতে মুক্তাগাছার গফুর মিয়ার ছেলে রবিন মিয়া ফরিদপুর জেলার সদরপুর রাজারচর বেপারীকান্দি এলাকার সুবাহান বেপারী ও সুমি বেগমের মেয়ে সুমাইয়া আক্তার কুসুমকে অপহরণ করা হয়েছিলো।
নাবালিকা কিশোরীকে উদ্ধার করে পরবর্তীতে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায় অপহরণকারী রবিন মিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক রয়েছে।
সজিব