ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাখাইনদের মাহা সাংগ্রাই জলকেলি উৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৫৮, ১৮ এপ্রিল ২০২৫

রাখাইনদের মাহা সাংগ্রাই জলকেলি উৎসব শুরু

.

পুরানো বছরের গ্লানি, দুঃখ-বঞ্চনা ধুয়ে-মুছে নতুন আগামীর প্রত্যাশায় উপজেলার কুয়াকাটায় রাখাইন মহিলা মার্কেট মাঠে শুরু হয়েছে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ‘রাখাইন মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব-২০২৫। শুক্রবার বিকেলে শুরু হওয়া এ উৎসবে অংশ নেয় কলাপাড়া উপজেলা ও বরগুনার তালতলীর বিভিন্ন রাখাইন পল্লীর নারী-পুরুষসহ যুবরা। উৎসবে শামিল হয় ছোট-বড় সব বয়সী রাখাইন বাসিন্দা। তিন দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোজাহারউদ্দিন বিশ^াস কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি এমং তালুকদার। রাখাইন মাহা সাংগ্রাই, বর্ষবরণ ও জলকেলি উৎসব উদ্যাপন কমিটি আয়োজিত এই সাংগ্রাই উৎসবকে ঘিরে কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন পল্লীতে শুক্রবার সকাল থেকে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শত শত রাখাইন নারী-পুরুষ যুব অংশ নেয় বর্ষবরণ ও জলকেলি উৎসবে।
আদিবাসী রাখাইন সম্প্রদায়ের বিশ্বাস, পূজা অর্চনা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে নতুন বছরের শুরুতে এ দিনগুলোতে যুবক-যুবতীরা একে অপরের প্রতি জল ছুড়ে দিলে সকল পঙ্কিলতাকে ধুয়ে মুছে নতুন জীবনের ধারা সূচিত হবে। তাই তারা প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে জলকেলি উৎসবের মধ্য দিয়ে। আগামী রবিবার এ উৎসবের সমাপ্তি ঘটবে।

প্যানেল

×