
ছবিঃ সংগৃহীত
শুক্রবার ( ১৮ এপ্রিল) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বিদায় শিশুটির মৃত্যু হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট রয়েছে, পাশাপাশি রয়েছে চিকিৎসক সংকটও। ১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৪ জন চিকিৎসক। একমাত্র অ্যাম্বুলেন্সটিও অচল রয়েছে।
ইমরান