ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দৌলতপুর সীমান্তে মাদকসহ তিন ভারতীয় আটক

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ২০:৪৫, ১৮ এপ্রিল ২০২৫

দৌলতপুর সীমান্তে মাদকসহ তিন ভারতীয় আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে মালিকবিহীন ভারতীয় গাঁজা ও ইয়াবা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কর্মকর্তারা।

বিজিবি জানায়, শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রীরচর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় নাগরিক জুয়েল মন্ডল (২৫), রাকিবুল মন্ডল (৩৫) ও বাপন মন্ডল (৩২)-কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতরা ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।

এসময় বাংলাদেশের নিজাম মন্ডল (৪৫) ও শরিফ মন্ডল (২৫) নামে দু’জন পলাতক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

পাশাপাশি হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১৪ কেজি ভারতীয় গাঁজা। অন্যদিকে চরচিলমারী আকন্দপাড়া গ্রামে আরও একটি অভিযানে উদ্ধার করা হয় ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১শ টাকা। আটক তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি বলছে, সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

এসএফ

×