
ছবি: সংগৃহীত
দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ খালে গোসল করতে নেমে তলিয়ে গেছে রিফাত হোসেন (১৫) নামের এক কিশোর। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ছিট গাড়াগ্রাম এলাকার তিস্তা সেচ খালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিফাত ওই এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রিফাত বন্ধুদের সঙ্গে ক্যানেলের পানিতে গোসল করতে নামেন। এসময়ে সে পানিতে তলিয়ে যায় তা দেখে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয় ছুটে আসে। তারা এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বিকালে তার মরদেহ উদ্ধার করে।
এ সময় সেচখালের দুইপারে শতশত মানুষজন ভিড় করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসিফ