ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৭:৩৭, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪০, ১৮ এপ্রিল ২০২৫

কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

 

 


মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মো. মুমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুমিন একই গ্রামের সবেল সরদারের ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোমিন দুপুরে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে  মুমিন বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে, পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে শিশুর  মৃত্যু হয়েছে।

×