
রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শিক্ষক মো. রিফাতুল ইসলাম (২৫) কে উদ্ধার করা হয়।
গ্রেফতার চার অপহরণকারী হলো—রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) এবং নাহিদ মিয়াজ (৩৫)। তারা সবাই রাজশাহীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন শিক্ষক রিফাতুল। এরপর তিনি নিখোঁজ হন। ৭ এপ্রিল তার পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। পরিবার থেকে বিকাশের মাধ্যমে দফায় দফায় দেড় লাখ টাকার বেশি পাঠানো হলেও রিফাতুলকে মুক্তি দেওয়া হয়নি।
পরবর্তীতে তার পরিবার র্যাব-৪ এর কাছে অভিযোগ করলে, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাব-৪ এবং র্যাব রাজশাহীর যৌথ অভিযানে অপহৃত শিক্ষককে উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএফ