ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬:২৪, ১৮ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার

ছবি: জনকণ্ঠ

নারায়ণগঞ্জের, সিদ্ধিরগঞ্জ মিজমিজি কালুহাজী রোড এলাকায়, আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে, মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল  হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

 

শুক্রবার বিকেল সোয়া ৩টায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহাম্মদ শাহীনুর আলম। নিহত আব্দুর রহিম, মিজমিজি আব্দুল আলী পুল এলাকার, মৃত আ: সালাম তালুকদারের ছেলে। নিহত রহিমের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

নিহতের বড়ভাই আ. রব জানায়, ‘আমার ভাই একজন বিদ্যুৎ মিস্ত্রি। বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। সকালে লোক মারফত জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।’

 

নিহতের স্ত্রী, লিপি বেগম জানান, ‘আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাত। যারা আমার সন্তানদেরকে এতিম করেছে আমরা তাদের সুষ্ঠু বিচার চাই।’

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই), মো. আশরাফ উজ্জামান জানান, ‘মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে, ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনই নিহতের হাতে ও পায়ে চিহ্ন রয়েছে।’

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘নিহতের পায়ে পোড়া দাগের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’ 

 


 

খলিলুর/ সুরাইয়া

×