ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভালুকায় মাইক্রোবাস সিএনজি সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ১৬:০৭, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:১০, ১৮ এপ্রিল ২০২৫

ভালুকায় মাইক্রোবাস সিএনজি সংঘর্ষে নিহত ২

ছবি: জনকণ্ঠ

 

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে লাল মিয়া (৩২) ও রোকেয়া বেগম (৫৫) নামে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রথমে ভালুকা ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা-গামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে বিপরীতগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির ৫ যাত্রী ও মাইক্রো-চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। 

নিহত লাল মিয়া, পূর্বভালুকা মণ্ডল পাড়ার আজগর আলী ওরফে ইনতাজ আলীর ছেলে। তিনি পূর্বভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।

এ সময় নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), একই বাড়ির সূর্যত আলীর স্ত্রী রোকেয়া (৫৫), জ্যোৎস্না আরা ও সিএনজি চালক রোমান সহ পাঁচজন আহত হন।

পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোকেয়া বেগম নামে এক মহিলাও মারা যান। 


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি সংঘর্ষের ঘটনায় ২ জন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন।
     
                                                                                        

আবুবকর

×