ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিব গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশিত: ১৫:১৪, ১৮ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিব গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কলাপাড়া পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রগামী ফোরলেন উইথ সার্ভিস লেন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা রয়েছে, এবং ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, "রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি থানার হাজতে রয়েছেন।" 

এসএফ 

×