
ছবি : সংগৃহীত
স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরআয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন, পরবর্তী তা নিজের ফেসবুক টাইমলাইন এ শেয়ার করেন,
তিনি তার ফেসবুক টাইমলাইনে এক পোস্টে লিখেছেন, "গত কয়েকদিন আগে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB)-এর আয়োজিত ফিলিস্তিন বিষয়ক এক আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফিলিস্তিন নিয়ে অত্যন্ত সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালন করছে।" ফাতেমা ফিলিস্তিন সংহতির বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশে আরো সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
PUNAB-এর এই উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে আখ্যায়িত করে বলেন, "ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজনে সকল রাজনৈতিক দল ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমরা একত্রিত হতে পারব বলে আমি আশাবাদী।"
তার এই বক্তব্যে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতিফলন ঘটেছে। উমামা ফাতেমা সাম্প্রতিক সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ন্যায়বিচারের লড়াইয়ে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
আঁখি