ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মুর্শিদাবাদ সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে  তিরস্কার ভারতের: ‘আগে নিজের সংখ্যালঘুদের রক্ষা করুন’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২৩, ১৮ এপ্রিল ২০২৫

মুর্শিদাবাদ সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে  তিরস্কার ভারতের: ‘আগে নিজের সংখ্যালঘুদের রক্ষা করুন’

ভারতের মুর্শিদাবাদে সংঘটিত সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে ঘিরে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভারত জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তিনজন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ যে মন্তব্য করেছে, তা তারা প্রত্যাখ্যান করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “পশ্চিমবঙ্গের ঘটনাকে ঘিরে বাংলাদেশ পক্ষ যে মন্তব্য করেছে, আমরা তা প্রত্যাখ্যান করি। এটি আসলে একপ্রকার কৌশলগত ও অসত্প্রয়াস যেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের সঙ্গে ভারতের ঘটনাকে তুলনা করার চেষ্টা করা হয়েছে, অথচ সে দেশের অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “অপ্রয়োজনীয় মন্তব্য করা এবং কৃত্রিম নীতিবোধের প্রদর্শন না করে বরং বাংলাদেশ তাদের নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক।”

এর আগে বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক বিবৃতিতে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার নিন্দা জানান, যেখানে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। তিনি ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষকে সংখ্যালঘু মুসলিম জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মুমু

×