
ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম সাম্প্রতিক সময়ে ফেসবুকে এক পোস্টে তার নয় মাসের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, "গত নয় মাসে আমি কি পেয়েছি? এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।"
সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের এই সময়ে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন বলে উল্লেখ করেন। তার এই স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
শফিকুল আলমের এই পোস্টে তিনি সরকারের তথ্য প্রক্রিয়াকরণ ও জনসংযোগের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। তার কথায়, "একজন সরকারি মুখপাত্র হিসেবে প্রতিদিনই নানা ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। তবে জনগণের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া।"
আঁখি