ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কেশবপুরে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর

প্রকাশিত: ১২:৩৮, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:০৩, ১৮ এপ্রিল ২০২৫

কেশবপুরে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ উদ্বোধন

কেশবপুর পৌরসভার বহুল প্রত্যাশিত “পৌর সুপার মার্কেট” নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পুরনো গরুহাটার জমিতে পৌর সুপার মার্কেট উদ্বোধন করেন কেশবপুরের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুধী মহলের সদস্যগণ।

পুরনো গরুহাটা এলাকায় দীর্ঘদিন ধরেই প্রতিদিন মাছ এবং কাঁচা বাজার বসত। সংস্কৃতিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি ও পরিবেশগত ঝুঁকি দেখা দেয়ায় সেখান থেকে বেচা-কেনা সরিয়ে নেয়া হয়। ফলত কেশবপুরবাসী রক্তকরবী মঞ্চের মাঠে বাজার বসানোর তীব্র বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সাংবাদিকদের বলেন, “এটি সাময়িক ব্যবস্থা। পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ সম্পন্ন হলে তারা আগের জায়গায় ফিরে যাবে। সামান্য অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এটি ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে।”

এসএফ 

×